"না-দাবী সনদপত্র" গ্রহণ
বরাদ্দকৃত বাসা দখলের তারিখ হতে না-দাবী সংক্রান্ত নির্ধারিত ফর্ম পূরণপূর্বক ফর্মে উল্লিখিত বাসা ভাড়া/ভাতা, পানি, পয়: ও পৌর কর, বিদ্যুৎ বিল, গ্যাস বিল পরিশোধের কর্তন বিবরণী/প্রমাণাদি যথাযথ সংযুক্ত করে এ দপ্তরে প্রেরণ করে "সাময়িক না-দাবী" সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
বি:দ্র: ১। ওয়েবসাইট হতে আবেদন ফর্ম সংগ্রহের লিংক (www.doga.gov.bd > ফরমসমূহ > না-দাবী/অফিসস্থান সংক্রান্ত আবেদন ফর্ম);
২। কর্তন বিবরণী প্রদানের ক্ষেত্রে IBAS++ হতে প্রাপ্ত বাড়ি ভাড়াভাতা এবং অন্যান্য কর্তন সংক্রান্ত QR কোড সংবলিত সনদ;
৩। বরাদ্দপ্রাপক কর্তৃক প্রদেয় অতিরিক্ত/বকেয়া অর্থ নিম্নবর্ণিত কোডে চালানের মাধ্যমে জমা প্রদান করে চালানের কপিসহ দাখিল:
খাতসমূহ |
চালান কোড |
এ চালানের ক্ষেত্রে প্রযোজ্য কোড (অর্থনৈতিক কোড) |
বাসা ভাড়া / ভাড়া আবাসিক |
১-৩২৩৭-০০০০-২১১১ |
১৪২১৩০২ |
গ্যারেজ ভাড়া |
১-৩২৩৭-০০০০-২১১১ |
১৪২১৩০৭ |
পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা চার্জ |
১-৩২৩৭-০০০০-২১২৩ |
১৪২২৪০৪ |
সরকারি আবাসনে বসবাসকারী সরকারি কর্মচারী কর্তৃক দেয় পৌরকর |
১-৩২৩৭-০০০০-২১২৭ |
১৪৪১২০৪ |
তিতাস গ্যাস বিল |
১-৩২৩৭-০০০০-২১১৭ |
৮১৭২৪০১ |